খুলনার পাইকগাছায় ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৫ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে থানার বিভিন্ন নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, উপজেলার হরিঢাালী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মল মজুমদার (৬৮), সনাতনকাটি গ্রামের ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুস সাত্তার, কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের বাবু মোড়ল(৪৩), লতা ইউনিয়নের কাঠামারি গ্রামের কুমারেশ মন্ডল(৫৫), রাড়ুলী ইউনিয়নের যুবলীগ নেতা শিমুল গাজী(৪০) তারা সবাই ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের রাজনীতিতে সম্পৃক্ত রয়েছে এবং নাশকতা মামলার আসামি।