চিকিৎসার মানোন্নয়নে মতবিনিময় সভা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫০ পিএম
চিকিৎসার মানোন্নয়নে মতবিনিময় সভা

স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসার মানোন্নয়নে সামাজিক, রাজনৈতিক, প্রশাসন, চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সৌদি আরব পূর্বাঞ্চল শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন আজাদ। হাসপাতালের হলরুমে পরিচালক শহিদুল আলম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসপাতালের চেয়ারম্যান নুপুর আক্তার উর্মি, সাবেক অধ্যাপক আব্দুল হাকিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল হোসেন বিপ্লব, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নয়ন বাবু, এনআরবিসি ব্যাংকের আগরপুর শাখার ম্যানেজার মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপি নেতা মাকসুদ মৃধা, সরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাসার, সমাজ সেবক ওয়াহিদুল আলম বিপলু মিয়া প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে