বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫০ পিএম
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে যাত্রীবাহী সাকুরা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তুহিন নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত তুহিন (২৭) চাঁদপুরের মতলব উপজেলার টিঅ্যান্ডটি এলাকার বাসিন্দা কেরামত আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়াগতির ঢাকাগামী সাকুরা পরিবহনের সাথে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাকুরা পরিবহনের চাকায় পিস্ট হয়ে মোটরসাইকেলের চালক তুহিন ঘটনাস্থলেই নিহত হন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তুহিনের লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে