চাটমোহর উপজেলার বরদানগর আব্বাসিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা নাসের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সোলাইমান হোসেন,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু ,উপজেলা জামায়াতের আমীর মওলানা মো আব্দুল হামিদ,ছাইকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান তোতা প্রমূখ। এদিকে গত বুধবার চাটমোহর উপজেলার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।