সিলেট নগরীর যানজট নিরসনে স্থানীয় প্রশাসন, পরিবহন খাত, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলের হলরুমে সিলেট মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে এবং ইউকেএইড-এর প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান হোসেন চৌধুরী, সিলেট মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) মোঃ মাহফুজুর রহমান এবং সিলেট সিটি করপোরেশনের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার মোঃ আলি আকবর।
আলোচনায় বক্তারা বলেন, "সিলেট নগরীর যানজট সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট নয়, সকল পক্ষের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টাই এই সমস্যার কার্যকর সমাধান আনতে পারে।" সভায় নগরীর যানজট নিরসনে প্রস্তাবিত বিভিন্ন সুপারিশ সংবলিত একটি প্রতিবেদন হস্তান্তর করা হয়। এটি গ্রহণ করেন সিলেট সিটি করপোরেশনের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার মোঃ আলি আকবর এবং মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) মোঃ মাহফুজুর রহমান। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন রাজনৈতিক ও পরিবহন খাতের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিলেট জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট নিগার সুলতানা ডেইজী, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমীন তামান্না, সিলেট জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আকবর রাজন এবং সিএনজি অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন।
সভায় সিলেট মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক মোরশেদ আহমেদ মুকুল শুভেচ্ছা বক্তব্য দেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সংস্থার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ নাঈমুর রহমান এবং প্রোগ্রাম ম্যানেজার আসরুপা হক চৌধুরী তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বক্তারা বলেন, যানজট সমস্যা সমাধানে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক নজরদারি একসঙ্গে বাস্তবায়ন করতে হবে। সভায় সিলেট সিটি করপোরেশন, ট্রাফিক পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় উপস্থিত সকলেই একমত হন যে, সিলেটের যানজট নিরসনে এই ধরনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে এবং ভবিষ্যতে এ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।