আগৈলঝাড়ায় নাঘিরপাড় বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৪ পিএম
আগৈলঝাড়ায় নাঘিরপাড় বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  বিভূতি ভূষণ সরকার এর সভাপতিত্বে  বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নিবার্হী অফিসার ফারিহা তানজিন বলেন, বছরে একবার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা করে  বিজয়ী প্রতিযোগিতা পুরস্কার দিলে সারা বছর তাদের মন ভালো থাকে। লেখাপড়ার পাসাপাসি খেলাধুলা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান করলে  সকলার মন মানুষিকতা ভালো থাকে। ছাত্র-ছাত্রীদের মন মানুষিকতা ভালো রাখার জন্য সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সিধান্ত নিয়ে থাকেন। এসময় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা নিবার্হী অফিসার ফারিহা তানজিন, উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক  আবুল হোসেন লালটু, উপজেলা বিএনপির যুগ্ম অহবায়ক ও আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো.মাহাবুবুল ইসলাম, সাংবাদিক এসএম ওমর আলী সানি প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে