ভালুকায় তারুণ্যের পিঠা উৎসব

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫১ পিএম
ভালুকায় তারুণ্যের পিঠা উৎসব

শীতের আমেজ প্রায় শেষের দিকে শীতের পিঠা খাওয়ার আমেজ এখনো রয়েছে। ভালুকা উপজেলার সরকারী ডিগ্রী কলেজ মাঠে তারুণ্যের পিঠা উৎসব, অনুষ্টিত হয়েছে। পিঠা উৎসবে শিক্ষার্থীরা ভোর থেকে নানা ধরনে পিঠা তৈরী করে স্টলগুলোতে সাজিয়ে রেখেছে। ক্রেতারা আগ্রহ নিয়ে পিঠার স্টলগুলো গিয়ে পিঠা কিনে খাচ্ছেন এবং বাড়ী নেয়ার জন্য ক্রয় করছেন।

সাধারনত মফস্বল এলাকায় এমনভাবে পিঠা উৎসব আগে কখনো হয়নি। পিঠা উৎসবের খবর শুনে অনন্দের সাথে স্ব-পরিবারের চলে যায় ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠ্।ে স্টলগুলোতে ঘুরে ঘুরে পিঠা কিনছেন। উৎসবের স্টলগুলোতে শীতকালীন সুজি,চিতই,নকশী,দুধচিতই,পুলি,পাটিসাপটা,ও ভাপা পিটাসহ হরেক রকম পিঠা রয়েছে। শিক্ষার্র্থীরাও ক্রেতাদের পিঠা কিনে নেয়ার জন্য উৎসাহিত করছেন। পিঠা উৎসব পরিদর্শন করেন প্রসাশনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে