মোল্লাহাটে প্রাথমিক শিক্ষার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৮ পিএম
মোল্লাহাটে প্রাথমিক শিক্ষার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা বিষয়ক মাসিক সমন্বয় সভা (ফেব্রুয়ারি -২০২৫) ও অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টা হতে দিনব্যাপী গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমন্বয় সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্ন সুশৃঙ্খল পরিবেশের গুরুত্ব অপরিসীম। সবোর্চ্চ আন্তরিকতার সহিত জ্ঞান দান করে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটাতে হবে। মা সমাবেশের মাধ্যমে মায়েদের বা অভিভাবকদের সচেতন করতে হবে। তাহলে শিক্ষা বিভাগে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব হবে। এসময় তিনি আরো বলেন, সামর্থ নেই এমন শিক্ষাথীদের স্লিপের টাকা দিয়ে শিক্ষা উপকরণ কিনে দিবেন। শিক্ষার্থীদের প্রতি কখনো কঠোর হবেন না, ওরা তো আপনার সন্তান।

এছাড়া গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের নৈপুণ্য ও শৃঙ্খলার প্রশংসা করেন তিনি। এরজন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার। অনুষ্ঠানে প্রধান শিক্ষক সুচিত্রা ভক্ত ও সহকারী শিক্ষক এস.এম. মাসুদুল হক (বাবুল)'কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, ইউআরসি ইন্সট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রী, সহকারী শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ খান, ললন কুমার মন্ডল, রত্না দেবনাথ, দিপঙ্কর বালা ও সমীরোন বিশ্বাস, উপজেলার ১০৭'টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে কে. এম. ফরিদ আহম্মেদ, ইকরামুল হক সাবু, বীরেন্দ্রনাথ, আক্তার ফারুক প্রমুখ। প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রধান শিক্ষক বিলকিস বানু ও বিপাশা নুরুন্নাহার।

আপনার জেলার সংবাদ পড়তে