আশাশুনিতে শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১৯ পিএম
আশাশুনিতে শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ও ইউআরসি হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। কবিতা আবৃত্তিতে আশাশুনি সরকারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সৌমেন মন্ডল ১ম, অপি সরকার ২য় ও মৌমুনা আক্তার মৌ ৩য় স্থান অধিকার করে। রচনা প্রতিযোগিতায় (ক গ্রুপ) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের রাবেয়া খাতুন (৮ম) ১ম, নিশাত তাহমিনা ইমতু (৮ম) ২য় ও দিপালী রায় শ্রেয়া (৭ম) ৩য় স্থান এবং খ গ্রুপে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তাপসী রাবেয়া বাবলী (৯ম) ১ম, শ্রাবণ অধিকারী (৯ম) ২য় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আরবী আক্তার নুর (৯ম শ্রেণি) ৩য় স্থান অধিকার করেছে। বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল। ইউআরসি মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে