চ্যাম্পিয়ন্স ট্রফি

ইনজুরিতে ছিটকে গেলেন ফখর

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৬ পিএম
ইনজুরিতে ছিটকে গেলেন ফখর

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফখর জামানকে নিয়ে কত নাটকীয়তাই না হলো। শেষমেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সময়টাতেই ছিটকে গেলেন মাঠের বাইরে। শুধু ভারতের বিপক্ষে নয়, চোটের কারণে গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিই হাতছাড়া হতে যাচ্ছে ফখর জামানের। পাকিস্তানের গত আসরের শিরোপা জয়ের নায়ক ইঞ্জুরির কারণে এ আসরে আর কোনো ম্যাচ খেলতে পারছেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে ২৪ রান করেন ফখর। এদিন ম্যাচের শুরুতেই ফিল্ডিং করতে গিয়ে চোট পান। এরপর ব্যাট হাতে নামলেও সুবিধা করতে পারেননি। তখনই জানা যায়, দুবাইয়ে অনুষ্ঠিতব্য পরবর্তী ম্যাচের জন্য দলের সঙ্গী হচ্ছেন না তিনি। তবে সমর্থকদের আশা ছিল, হয়ত বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সেরে উঠবেন। শেষমেশ সবচেয়ে বড় দুঃসংবাদটাই শুনতে হলো পাকিস্তানকে। শাহীন শাহ আফ্রিদির বলে উইল ইয়ংয়ের শট আটকাতে গিয়ে বাঁধানো চোটের কারণে গোটা আসর থেকেই ছিটকে গেছেন তিনি। এর আগে চোটের কারণে আরেক ওপেনার সাইম আইয়ুবকেও হারিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা। ফখরের বদলি হিসেবে ওপেনার ইমাম-উল-হককে স্কোয়াডে ভিড়িয়েছে পাকিস্তান। এই পরিবর্তন অনুমোদন দিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টেকনিক্যাল কমিটি। ২৯ বছর বয়সী ইমাম ইতিপূর্বে পাকিস্তানের হয়ে ৭২টি ওয়ানডে খেলেছেন। ৭১ ইনিংসে ৪৮.২৭ গড়ে ৩ হাজার ১৩৮ রান আছে তার। ২০টি ফিফটির পাশাপাশি আছে ৯টি সেঞ্চুরি। ইমামের আরও এক পরিচয়, তিনি সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের ভাতিজা।