ফ্যাসিবাদের উত্থান ঘটলে, একুশের চেতনাই তা রুখবে: রিজভী

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৬ পিএম
ফ্যাসিবাদের উত্থান ঘটলে, একুশের চেতনাই তা রুখবে: রিজভী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একুশের চেতনার গুরুত্ব ও এর প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

রিজভী বলেন, ‘একুশের চেতনা আমাদের জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চেতনার শক্তিতেই আমরা ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এসেছি। আবার যদি দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটে, একুশের চেতনাই তা রুখবে। জনগণের অধিকারের জন্য লড়াই করে যাবো।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের দায়িত্ব হলো একটি অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা। জনগণ তাদের প্রতিনিধি নিজেরাই নির্বাচিত করবে। এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’

তিনি উল্লেখ করেন, ‘কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এটি বিএনপির দলীয় অবস্থান নয়, বরং এটি কিছু ব্যক্তির নিজস্ব মতামত।’

এছাড়া, শহীদ দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিশাল প্রভাতফেরির আয়োজন করা হয়। দলটির নেতাকর্মীরা আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেন।

তিনি বলেন, ‘একুশের চেতনাই আমাদের শক্তি, যা যুগে যুগে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে আমাদের অনুপ্রাণিত করেছে। ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত একুশ আমাদের প্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতেও যে কোনো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত।’

বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

একুশের চেতনার প্রেরণায় দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করে রিজভী বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা এক মুহূর্তের জন্যও পিছপা হব না। জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন সম্ভব নয়।’

আপনার জেলার সংবাদ পড়তে