মাতৃভাষা দিবসে বইমেলায় পাঠকদের ঢল

নিজস্ব প্রতিবেদন : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৯ পিএম : | আপডেট: ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ পিএম
মাতৃভাষা দিবসে বইমেলায় পাঠকদের ঢল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাণবন্ত হয়ে উঠেছে অমর একুশে বইমেলা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে শুরু হওয়া বইমেলা রাত ৯টা পর্যন্ত চলবে। ২১তম দিনে ছুটির আমেজ আর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ঢল নামে।

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ পরিণত হয় বইপ্রেমীদের মিলনমেলায়। নতুন বইয়ের সুবাসে মোহিত হচ্ছে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলা একাডেমি চত্বর মুখর হয়ে ওঠে কোমলমতি শিশুদের কোলাহলে। অনেকে বাবা-মায়ের হাত ধরে ঘুরছে এক স্টল থেকে অন্য স্টলে, কেউ গল্পের বইয়ের পাতা উল্টাচ্ছে, কেউ বা মজে আছে রূপকথার রাজ্যে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফয়েজ আহমেদ তার বাবা-মায়ের সঙ্গে বিভিন্ন স্টল ঘুরে বই বেছে নিচ্ছিল। রাজধানীর উত্তরা থেকে আসা তাসনিয়া রিফার ছোট্ট মেয়েও রূপকথার বই দেখে আনন্দে আত্মহারা।

মতিঝিলের ব্যবসায়ী আলামিন ইসলাম প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে বইমেলায় এসেছেন। নেড়েচেড়ে দেখছেন বিভিন্ন লেখকের বই। তিনি বলেন, "বইয়ের গন্ধই আলাদা। আহমদ ছফার রচনাসমগ্র খুঁজছি, পেলে কিনে বাসায় ফিরব।"

শুধু শিশুরা নয়, বড়রাও সমান আগ্রহ নিয়ে বই কিনছেন। কেউ কল্পবিজ্ঞান ঘাঁটছেন, কেউ ইতিহাসের পাতায় ডুবে যাচ্ছেন। স্টলগুলোতে সাজানো রয়েছে রবীন্দ্র-নজরুলের কালজয়ী রচনাসহ সমকালীন লেখকদের নতুন বই।

প্রকাশকদের মতে, ভাষা দিবস এবং ছুটির দিনের সমন্বয়ে বিক্রি বেড়েছে। অ্যাডর্ন পাবলিকেশনের বিক্রয়কর্মী হারুন আহমেদ বলেন, "আজকের দিনে বিক্রি দ্বিগুণ হবে বলে আশা করছি। বিশেষ করে শিশু-কিশোরদের বইয়ের চাহিদা আকাশছোঁয়া।"

মাতৃভাষার প্রতি ভালোবাসা আর বইয়ের প্রতি অনুরাগ মিলিয়ে অমর একুশে বইমেলা আজ হয়ে উঠেছে বাঙালির প্রাণের মেলা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে