ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের চরম দুর্ভোগে ফেলেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে এ যানজট শুরু হয় এবং চার কিলোমিটারজুড়ে গাড়ির লাইন লেগে থাকে।
সকালে সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামগামী লেনের কাঁচপুর ব্রিজের নিচ থেকে সানারপাড় পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি। দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ভুক্তভোগী যাত্রী আব্দুল্লাহ বলেন, "দেড় ঘণ্টা হয়ে গেল, এখনও কাঁচপুর পার হতে পারিনি। মৌচাকে আটকে আছি। শুনেছি, সড়কে একটি গাড়ি উল্টে আছে, তাই যানজট কমছে না।"
কুমিল্লাগামী যাত্রী রহমতুল্লাহ জানান, "শিমরাইল মোড় থেকে বাসে উঠেছি, কিন্তু গাড়ি এক ইঞ্চিও নড়ছে না। কবে রাস্তা ফাঁকা হবে, চিন্তায় আছি।"
চালকরা জানান, সকালবেলা হঠাৎ একটি কাভার্ডভ্যান উল্টে গিয়ে সড়ক বন্ধ করে দেয়। ফলে পুরো রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, "নারায়ণগঞ্জের দশতলা এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। তবে সেটি সরিয়ে ফেলা হয়েছে, যান চলাচল শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে।"
এদিকে, যানজট নিরসনে পুলিশ কাজ করলেও ছুটির দিনে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।