মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরণনেছা বালিকা বিদ্যালয়ে মানবাধিকার সংস্থা আরডিসির আয়োজনে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল প্রেস বিতরণ করা হয়েছে। মহেশপুর মানবাধিকার সংস্থার আরডিসির নিবার্হী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পেলেন চেয়ারম্যান আসাদুল ইসলাম,গাজীরণনেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতিয়ার রহমান, সহকারী শিক্ষক, ওয়ালিউল্লাহ, নাসরিন খাতুন, খালেদুর রহমান ও অভিভাবক সদস্যবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আরডিসি সংস্থাটি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নে সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। বৃহস্পতিবার গাজীরণনেছা বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।