সিলেটে একুশের শ্রদ্ধা: রাত থেকে দিনভর ভালোবাসায় ভাসল শহীদ মিনার

এফএনএস ( এইচ এম শহীদুল ইসলাম; সিলেট )
| আপডেট: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৪ পিএম | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৪ পিএম
সিলেটে একুশের শ্রদ্ধা: রাত থেকে দিনভর ভালোবাসায় ভাসল শহীদ মিনার

নিশির অন্ধকার কাটিয়ে সিলেটের বুকে জ্বলে উঠল একুশের আলোকশিখা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত নেমে এলো রাত ১২টা এক মিনিটেই।

রাত পেরিয়ে দিন, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার ফুলে ভরে উঠল শহীদ মিনারের বেদি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষÑসবাই একাত্ম হলো ভাষার এই পবিত্র স্মৃতির সামনে।

সিলেট জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা পুলিশ সুপার, এসএমপি পুলিশ কমিশনারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। আবৃত্তি, গান, আলোচনায় উঠে আসে ভাষার সংগ্রাম, শহীদদের আত্মত্যাগের কথা।

দিনভর একুশের চেতনায় মুখরিত ছিল সিলেট। প্রভাতফেরির সুর, রক্তদান কর্মসূচী, কালো ব্যাজ আর গগনভেদী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে ভাষার প্রতি ভালোবাসায় ভাসল গোটা শহর।

ভাষা আন্দোলনের সেই ত্যাগ আজও প্রেরণা হয়ে আছে, থাকবে আগামীতেওÑসিলেটের মানুষ তাই ভালোবাসার অর্ঘ্য নিয়ে একুশকে শ্রদ্ধায় বরণ করল দিনভর।

আপনার জেলার সংবাদ পড়তে