ভাষা সৈনিকের জন্মভূমিতে ব্যাপক কর্মসূচি পালিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫০ পিএম
ভাষা সৈনিকের জন্মভূমিতে ব্যাপক কর্মসূচি পালিত

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের জন্মভূমি জেলার গৌরনদী উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, থানার ওসি মো. ইউনুস মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সর্বপ্রথম পুস্পস্তবক অর্পন করেন। ওইদিন রাতেই সকল ভাষা শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কসবা এলাকার পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুরের কবর জিয়ারত, শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পন, স্মরণ সভা ও দোয়া-মোনাজাত করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি), গৌরনদী মডেল থানার ওসি, ভাষা সৈনিকের মেয়ে কাজী মহুয়া মাহবুব, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। একইদিন বেলা এগারটার দিকে বিনএপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার কবর জিয়ারত করেছেন।

এরপূর্বে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা এক মিনিটে বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর বিএনপির এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষে শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে