মহিনন্দে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ)
| আপডেট: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪০ পিএম | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪০ পিএম
মহিনন্দে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও  পাঠাগারের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করেছে । দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়াও গোয়ালাপাড়াস্থ মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনাসভার আয়োজন করা হয়। 

যুব উন্নয়ন পরিষদ, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী জানান, প্রতিবারের ন্যায় এবারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছি। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনাসভাসহ পাঠাগারে বই পড়া ও পাঠ প্রতিযোগিতার কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন পাঠাগারের সহসভাপতি ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল , সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন,প্রবীণ ফুটবলার নাজিম উদ্দিন ভুইয়া,আনোয়ার হোসেন আলামিন,বিল্লাল হোসাইনসহ সদস্যগণ ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এছাড়াও মহিনন্দ উচ্চ বিদ্যালয় ও শুকুর মাহমুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করা হয়। এতে মহিনন্দ ইউনিয়ন পরিষদসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, প্রত্যোকি সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের আয়োজনেও স্ব স্ব প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে