মুন্সীগঞ্জের লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, লৌহজং থানা ও পদ্মাসেতু উত্তর থানার পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শ্রমজীবী, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা-প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি নানা ধরনের প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, লৌহজং থানার ওসি মোহা. হারুন অর রশীদ, পদ্মাসেতু উত্তর থানার ওসি জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ প্রমুখ।
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সুর্যদয়ের সাথে সাথে জাতীয় প্রতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, সকাল ৮টায় প্রভাত ফেরি, ৯ টায় ভাষা আন্দোলনের অমর শহীদদের উদ্দেশ্যে স্মৃতিচারণ, আলোচনা সভা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।