বাবুগঞ্জে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম
বাবুগঞ্জে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন

গণঅধিকার পরিষদের বাবুগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার সকাল ১০ টায়  বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মিরগঞ্জ সড়কের স্টিল ব্রিজ নামক এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান।

গণ অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সা নেতা রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ আশিক হাওলাদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা গনঅধিকার পরিষদের সভাপতি শামীম রেজা, সাধারণ এইচ এম হাসান, সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ দুলাল, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া সৌরভ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অনিক গাজী, বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, রেজাউল করিম মিলন,যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য মোহাম্মাদ আলী হোসেন হাওলাদার, বরিশাল জেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার,

বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কাজী শহিদুল ইসলাম আকাশ,সাধারণ সম্পাদক, মোঃ জাহিদুল ইসলাম রিয়াদ,বাবুগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে এম আলামিন, এছাড়াও বাবুগঞ্জ  উপজেলা গনঅধিকার পরিষদ,যুবঅধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে