শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে

ঝালকাঠিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

এফএনএস (ঝালকাঠি) | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১০ পিএম
ঝালকাঠিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। শুক্রবার দিনব্যপী ঝালকাঠি প্রেসক্লাবে এই কর্মসূচি চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেনসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। 

স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মসূচির সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। এতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি ইউনিটের স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, রক্তদানের ক্ষেত্রে দাতা ও গ্রহীতা উভয়কেই সচেতন হতে হবে। মাদকাসক্ত কেউ কখনো রক্তদান করবেন না, কারণ এতে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি থাকে।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ভাষার জন্য আমাদের পূর্বসূরিদের রক্ত দিতে হয়েছে। সেই আত্মত্যাগের পথ ধরেই আজ তরুণরা মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।

আপনার জেলার সংবাদ পড়তে