তালতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণমালা উৎসব

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৪ পিএম
তালতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণমালা উৎসব

বরগুনার তালতলীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাতের লেখা প্রতিযোগিতা ও বর্ণমালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি ও তালতলী চারুকলা একাডেমি'র আয়োজনে এ হাতের লেখা প্রতিযোগিতা ও বর্ণমালা উৎসব উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিশুরা মাতৃভাষা দিবসের গানের উপর হাতের লেখা প্রতিযোগিতা ও ক্লে মাটি দিয়ে বিভিন্ন বর্ণমালা তৈরি করে।

অনুষ্ঠানে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম, তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম। এসসিএমএফ (এসডিএফ) প্রকল্পের ক্লাস্টার অফিসার মোস্তাফিজার রহমান, উপজেলা স্কাউটস কমিশনার আ. মজিদ জোমাদ্দার, সহকারী শিক্ষক লুৎফুননাহার সোনিয়া, মারুফা আক্তার মুক্তা, শামীমা নাসরিন, ফয়সাল আহমেদ, তালতলী চারুকলা একাডেমি'র প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলাম অন্তর, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, সাংবাদিক ও পরিবেশকর্মী এম. মিলন ও মোস্তাফিজ আকন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে