কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এঘটনায় তার এক বন্ধু আহত হয়েছে। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ উপজেলার পিপুলবাড়ীয়া গ্রামের মন্টু আলীর ছেলে।তার সাথে থাকা অপর এক বন্ধু একই গ্রামের শহিদ ঠাকুরের ছেলে হাবিবুর।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুভ ও তার বন্ধু খলিসাকুন্ডি হরিতলা নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। আহত হাবিবুর আশঙ্কা মুক্ত বলে জানা যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।