চলন্ত বাসে ডাকাতি: ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ লাইনে প্রত্যাহার

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৭ পিএম
চলন্ত বাসে ডাকাতি: ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ লাইনে প্রত্যাহার

যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় অভিযোগ না নেওয়া সহ দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম থানা পরিদর্শনে এসে সিরাজুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি বলেন, বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা নিতে গিয়ে সেবা না পাওয়ার অভিযোগ করেন। এছাড়াও বিষয়টি তিনি কেন সঠিক সময়ে তার উর্দ্ধতন কর্মকর্তাদের জানাতে পারেননি। পুলিশের কাছে সেবা না পাওয়া দায়িত্ব অবহেলা। এ কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে বিষয়টির কৈফিয়ত চাওয়া হয়েছে এবং সাময়িক ভাবে তাকে নাটোর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে