জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মাসুম বিল্লাহকে সম্মাননা

মহিনন্দ ইতিহাস সংরক্ষণ স্টল পরিদর্শনে জেলা প্রশাসন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
মহিনন্দ ইতিহাস সংরক্ষণ স্টল পরিদর্শনে জেলা প্রশাসন

কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবী বইয়ের সংগ্রহশালা মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের বইয়ের স্টল  পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ছাত্র প্রতিনিধি সংগঠনের প্রতিনিধিদল।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধনকালে এ পরিদর্শন করেন তারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান,পুলিশ সুপার হাছান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাও আজিজুল হক, জেলা সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক সুমন,জুলাই বিপ্লবের সমন্বয়ক সংগঠক আশরাফ আলী সোহান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এড শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিট এর সভাপতি শফিক কবীর প্রমুখ।

এ সময়  মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার এবং যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা লেখক গবেষক আমিনুল হক সাদীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে আগত পরিদর্শনকারীদেরকে শুভেচ্ছা  জানান। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মহিনন্দের কলাপাড়া গ্রামের মাসুম বিল্লাহ আহত হওয়ায় তাকে সংগঠন সমুহের পক্ষ থেকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন সংগঠন সমুহের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী।

পরিদর্শনে আসা প্রতিনিধিদল জানান, মফস্বল এলাকায় স্বেচ্ছাসেবী সংগ্রহশালা  মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে প্রতিনিধিদল মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারটির স্টলে স্থাপিত কিশোরগঞ্জ জেলার ১৬ জন শহীদদের পরিচিতি ও মহিনন্দের আহত দুজনের ফেস্টুন ও বইয়ের স্টল ঘুরে ঘুরে দেখেন।

উল্লেখ্য জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের নীলগঞ্জ-তাড়াইল সড়কের সংলগ্ন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এতদাঞ্চলে জ্ঞানের আলো ছড়াচ্ছে। ২০২০ সালে পাঠাগারটি জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তরের থেকে সম্মাননা ক্রেস্ট পেয়েছে। এছাড়া যুব উন্নয়ন পরিষদ এর মাধ্যমে সমাজকল্যাণ জেলায় অসামান্য অবদান রাখায় জেলা প্রশাসন ও  যুব উন্নয়ন অধিদপ্তরের থেকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ২০২২ ও ২০২৩ সালে পুরস্কার ও সনদ লাভ করেছে। মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ২০০৬ সালে প্রতিষ্ঠা করেছেন সংগঠক সাদী। এ সংগঠনটিও সমাজ কল্যাণে বলিষ্ঠ অবদান রেখে অনন্য ভুমিকা পালন করছে।

আপনার জেলার সংবাদ পড়তে