ভালুকায় আগুনে পুড়ে গেছে ১৮টি বসত ঘর

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৯ পিএম
ভালুকায় আগুনে পুড়ে গেছে ১৮টি বসত ঘর

ভালুকা উপজেলার সিডস্টোর উত্তর বাজারে মহর আলীর বাড়ীর ১৮ টি বসতঘর আগুনে পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আস্।ে অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতি পরিমান জানা যায়নি। ঘটনাটি ঘটেছে ২১ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে। 

এলাকাবাসী জানায়,আক্কাস আলীর ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। বাড়ীতে আগুন লাগার পর আশ-পাশের লোকজন আগুন নিবানোর চেষ্টা করেন। আগুনে তীব্রতা বেড়ে গেলে ফাসায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ভালুকা ও প্রীপুর উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনি প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। 

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান,রাস্তা সুরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে পৌছতে পারেনি। তাছাড়া আশ পাশে পানির কোন পুকুর বা জলাশয় নেই। প্রায় ৭কিলোমিটার দুর থেকে পানি নিয়ে এসে আগুন নেবানো হয়। এতে প্রায় দেড় ধন্টা সময় লেগে যায়। বাড়ীতে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে। ধারনা করা হচ্ছে গ্যাসের লিগেজ থেকে আগুনের সুত্রপাত হতে পারে।  

বাড়ীর মালিক মহর আলী ও আক্কাস আলী জানান,বাড়ীতে আগুন দেখে ডাকচিৎকার শুরু করি। মুহর্তের মধ্যে আগুন পাশের ঘরগুরোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে পানি এনে আগুন নিবায়। ততক্ষনে বাড়ীর ১৮টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে