আশুগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

এফএনএস (মো: আক্তারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪৮ পিএম
আশুগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.জয়নাল আবেদীনকে গ্রেফতারকরা হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টায় ভ্রাহ্মণবাড়িয়ার সদা উপজেলার বটতলী থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বিল্লাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিলহান্টের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। আটক আওয়ামী যুবলীগ নেতা মো.জয়নাল আবেদীনকে আশুগঞ্জ থানার একটি বিষ্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণকরা হয়েছে। উল্লেখ্য যে, সর্বশেষ ২০২৪ সালেঅনুষ্ঠিতনির্বাচনে অংশ নিয়েআওয়ামীলীগ যুবলীগ নেতা জয়নাল আবেদীন আশুগঞ্জউ পজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল।  ৫ আগস্টের পট পরিবর্তনের পর তিনি এ পদ থেকে অপসারিতহন।

আপনার জেলার সংবাদ পড়তে