মুমীনদের আমিন আমিন ধ্বনিতে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্যদিয়ে চরমোনাইর তিনদিনব্যাপী ফাল্গুনের মাহফিলের সমাপ্তি হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটায় সমাপনী অধিবেশন ও আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় মুসল্লীদের আধ্যাত্মিক এ মিলনমেলা। এরআগে গত ১৯ ফেব্রুয়ারি বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয় তিন দিনব্যাপী মাহফিল। তিন দিনব্যাপী মাহফিল শেষে পীর সাহেব চরমোনাই আখেরী মোনাজাতে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। এ বছর মাহফিলে মুল সাতটি বয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বাংলাদেশসহ সৌদিআরব, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, পাকিস্তান, আফগানিস্তান ও তুরস্কের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।
উল্লেখ্য, এ বছর মাহফিলে আসা মুসল্লীদের মধ্যে ১০ জন বার্ধক্যজনিত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তারা হলেন, মুন্সীগঞ্জের মো. আলাল খালাশি (৭২), পাবনার আব্দুল জলিল খান (৬৫), গাজীপুরের মোহাম্মদ জাহাঙ্গীর বেপারী (৫০), চুয়াডাঙ্গার মো. ওসমান (৫০), নীলফামারির মো. মঞ্জুরুল ইসলাম (৬০), চাঁদপুরের আলী আহম্মদ (৫৫) ও মো. আইউব আলী (৬০), বগুড়ার মো.আব্দুল হামিদ (৬৫), নারায়ণগঞ্জের মো. আলতাফ হোসেন (৬৫) এবং নরসিংদীর মো. আবুল কালাম (৪২)। তাদের সকলের জানাজা শেষে চরমোনাই মাহফিলের হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সযোগে স্বজনদের কাছে মরদেহ পৌঁছে দেওয়া হয়েছে। এবারের মাহফিলে চারজন অমুসলিম ব্যক্তি চরমোনাইর পীর ও শায়খে চরমোনাইর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।