সেনবাগে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এক অভিযান ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলচর ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ডোমনাকান্দি সেনবাগ রাস্তার মাথার মানিকের বেতের দোকানের সামনে রাস্তার উপর হইতে ১ বোতল বিদেশী মদ (হুইস্কি) সহ ওই ৩ জন আসামী গ্রেপ্তার করেন।গ্রেফতারকৃতরা হচ্ছে : ফেনীর সদর সদরের কাজিরখিল ৭ নং ওয়ার্সৃডের মহাজন বাড়ির নিমাই চন্দ্র ছেলে চন্দ দে (২২) মাইজদীর হরি নারায়নপুর ৫ নং ওয়াডের আবদুল মান্নানেরর ছেলে আবু সাঈদ প্রকাশ সিফাত (২১), সুধারাম থানার ৪ আলিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আমিরুল ইসলাম (১৯) জানাগেছে, জেলা গোয়েন্দা শাখার এস আই মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ওই অভিযান টি পরিচালনা করে আশিকুর রহমান বাদি হয়ে সেনবাগ থানায় মামলা দায়ের করে। মামলা নং ০৭ তারিখ ২১/০২/২৫ইং ধারা ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক)/৪১ রুজু করা হয়।