বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে: ধর্ম উপদেষ্টা

এফএনএস
| আপডেট: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১২ পিএম | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪০ পিএম
বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের বললেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলেছে। বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে ৬ মাস। এ ৬ মাসে ভেঙে পড়া পুলিশের মনোবল ফিরিয়ে আনা হচ্ছে।

একতরফা নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িত জেলা প্রশাসকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ১৮ সালে নির্বাচনের সঙ্গে জড়িত পুলিশ সুপারদেরও অবসরে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে