হজ কাফেলার নামে প্রতারণা, সতর্ক থাকতে বলছে মন্ত্রণালয়

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫১ পিএম
হজ কাফেলার নামে প্রতারণা, সতর্ক থাকতে বলছে মন্ত্রণালয়

হজে পাঠানোর নামে সরল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রতারণা করছে শক্তিশালী একটি প্রতারক চক্র। নিজেদের কোনো বৈধ হজ্ব এজেন্সি না থাকলেও তারা বিভিন্ন কাফেলা বা গ্রুপ তৈরি করে নিরীহ মুসল্লিদের কাছ থেকে অর্থ আদায় করছে। অভিযোগে প্রকাশ, গ্রান্ড হানিফ টুরস এন্ড ট্রাভেল্স এজেন্সী হজ্ব নিবন্ধনের প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। মোবাইল ফোনে কল করে কিংবা খুদে বার্তা পাঠানোর মাধ্যমে তারা মানুষকে হজ্বের কথা জানাচ্ছে। অনেকেই সরল বিশ্বাসে তাদের কাছে টাকা দিয়ে প্রতারনার শিকার হচ্ছেন। গত বছর অক্টোবর মাসের প্রথম দিকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন বড়বিলা গ্রামের আলহাজ্ব রুহুল কুদ্দুস মোল্লার পুত্র মোঃ আবির হোসেন পাইকগাছায় কপিলমুনির মোঃ মুনসুর আলী সরদার এর নিকট ফোন করে  পবিত্র ওমরাহ হজ্বে পাঠানোর প্রস্তাব দেয়। প্রথমতঃ তিনি এড়িয়ে গেলেও আবির সরাসরি যোগাযোগ করে আশানুরুপ প্রতিশ্রুতি দিয়ে মোঃ মুনসুন আলী সরদার তার স্ত্রী রাশিদা বেগম, কণ্যা লতিফা শারমিন ও নাতনী আনাস্তাসিয়া মিনহাজুল সানজি কে ওমরায় পাঠানোর চুক্তিতে ৪টি পাসপোর্ট জমা নিয়ে গত (২০২৪) বছর অক্টোবরের শেষ সপ্তাহে অর্থাৎ ২১/১০/২৪ তারিখে ১০নং মানি রিসিপ্টে ৫০ হাজার, ২৬/১০/২৪ তারিখে ১২নং মানি রিসিপ্টে ৬০ হাজার, ২৯/১০/২৪ তারিখে ১৮নং মানি রিসিপ্টে ৪০ হাজার সব শেষে মানি রিসিপ্ট না দিয়ে ৫০ হাজার চার দফায় মোট ২ লাখ টাকা নিয়ে ৩ জনের ভিসা দিয়ে ৩ নভেম্বর ঢাকায় যেতে বলে। সে মোতাবেক ঢাকায় গিয়ে ৫ দিন অপেক্ষার পর কারো দেখা মেলেলি। এজেন্সীর ও কারো কোন সন্ধান না পেয়ে নিরূপায় হয়ে ফিরে বাড়ি ফিরে আসেন। তিনি প্রতারনা শিকার হয়েছেন এবং স্ত্রী, মেয়ে ও নাতনীকে ওমরায় নিয়ে যেতে না পারার মনোকষ্টে অসুস্থ্য হয়ে পড়েন। মানি রিসিপ্টে উল্লেখিত মোবাইল ফোনে কল দিলে রিসিভ হয়না। বাড়িতে গিয়ে আবিরের পিতা রুহুল কুদ্দুসের নিকট বিষয়টি জানালে তিনি বলেন আমি কিছু জানি না, কিছু করতেও পারবো না।   আবির টাকা ও চারটি পাসপোর্ট আজ পর্যন্ত ফেরত দেয়নি। মুনসুর সরদার পড়েছেন বিপাকে তিনি উন্নত চিকিৎসার জন্য ভারত যাবেন কিন্তু পাসপোর্টের অভাবে যেতে পারছেন না। মুনসুর সরদার গ্রান্ড হানিফ টুরস এন্ড ট্রাভেল্স এজেন্সী হজ্ব নিবন্ধনের সম্পর্কীত কোন অফিস, তথ্য-উপাত্ত খুঁজে পাননি। সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে হজ্ব নিবন্ধনের নামে প্রতারনার ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে টাকা। মুনসুর আলী সরদার হজ্বে পাঠানোর নামে এহেন প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে