চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিনদিনব্যাপি স্কাউটিংয়ের ১৬তম বার্ষিক গ্রুপ ক্যাম্প শেষ হয়েছে। গতকাল শনিবার উপজেলার রহনপুর ইউনিয়নের স্টার শিশু পার্কে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া স্কাউট প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬৮ তম জন্মদিন পালন করা হয়। রহনপুর মুক্তমহাদল আয়োজিত গ্রুপে ক্যাম্পে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সোলেমান মিঞা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রাকিব। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সম্পাদক আসাদুল্লাহ আহমদ, মুক্তমহাদল স্কাউট গ্রুপের সম্পাদক মফিজউদ্দিন নাদিমসহ অনেকে। আলোচনা শেষে স্কাউট প্রতিষ্ঠার ১৬৮ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে ২০-২২ ফেব্রুয়ারি চলা গ্রুপ ক্যাম্প সমাপ্ত ঘোষণা করা হয়।