চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া রেকর্ড গড়ল। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। জশ ইংলিসের দারুণ সেঞ্চুরি এবং অ্যালেক্স কেয়ারির সঙ্গে রেকর্ড জুটির কারণে অস্ট্রেলিয়া ৩৫১ রানের বড় লক্ষ্য তাড়া করে জয় পায়।
ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রানের বিশাল সংগ্রহ গড়ে। বেন ডাকেটের ১৪৩ বলে ১৬৫ রানের ঝড়ো ইনিংস এবং জো রুটের ৬৮ রানের কল্যাণে ইংল্যান্ড এই সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। ডাকেটের ইনিংসটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। শেষ দিকে জোফ্রা আর্চারের ১০ বলে ২১ রানের দ্রুত ইনিংসও ইংল্যান্ডের সংগ্রহকে আরও শক্তিশালী করে।
অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হয় ধাক্কা দিয়ে। প্রথম পাঁচ ওভারে মাত্র ২৭ রানে হারায় দুই উইকেট। ট্রাভিস হেড (৬) এবং অধিনায়ক স্টিভেন স্মিথ (৫) দ্রুত ফিরে গেলেও ম্যাথিউ শর্ট (৬৩) এবং মার্নাস লাবুশেন (৪৭) তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়ে দলকে পুনরায় লড়াইয়ে ফেরান। এরপর জশ ইংলিস এবং অ্যালেক্স কেয়ারির ১১৬ রানের জুটি ম্যাচের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়।
ইংলিস ৭৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি। তিনি ৮৬ বলে অপরাজিত ১২০ রান করেন, যার মধ্যে ছিল ৬ ছক্কা এবং ৮ চার। অন্যদিকে কেয়ারি ৬৩ বলে ৬৯ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েলের ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়া ৪৭.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় পায়।
এই জয়টি আইসিসির যেকোনো ৫০ ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান শ্রীলঙ্কার ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল। অস্ট্রেলিয়ার জন্য এটিও একটি মাইলফলক, কারণ ২০০৯ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম জয় এটি।
ম্যাচ সেরা নির্বাচিত হন জশ ইংলিস। তার সেঞ্চুরি এবং কেয়ারির সঙ্গে রেকর্ড জুটি অস্ট্রেলিয়াকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। এই জয়ে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে শক্তিশালী অবস্থান তৈরি করে এবং সেমিফাইনালে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে থাকে।