সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১১ পিএম
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী আর নেই
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী

বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সিনিয়র সচিব ও প্রখ্যাত প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী আর নেই। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার একটি ক্লিনিকে ৮৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন শওকত আলী। বিশেষত, দুই বছর আগে তিনি স্ট্রোক করেন, যার পর থেকে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। তার ছেলে ফারাহাত শওকত মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। 

মৃত্যুর পর, শওকত আলীর জানাজা বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। 

শওকত আলী ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং সরকারি সেবা শুরু করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি গবেষক, পরামর্শক এবং কলাম লেখক হিসেবে কাজ শুরু করেন। কৃষি, খাদ্য, দারিদ্র্য বিমোচন, সুশাসন, মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিয়মিত কলাম লিখতেন পত্রিকায়। 

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রেখেছেন। 

তার প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (১৯৮২), পলিটিক্স অ্যান্ড ল্যান্ড সিস্টেমস ইন বাংলাদেশ (১৯৮৪), বাংলাদেশ সিভিল সার্ভিস: এ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ পারসপেকটিভ (২০০৪), বাংলাদেশের সমকালীন ঘটনাপ্রবাহ (২০১৯) সহ আরও অনেক গবেষণাধর্মী বই। এসব বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্বাচিত গ্রন্থপঞ্জির অংশ।

শওকত আলী তার দক্ষতা, প্রতিভা এবং সততার জন্য প্রশাসনিক অঙ্গনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তার অবদান বাংলাদেশের সরকারি প্রশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অপরিসীম।

আপনার জেলার সংবাদ পড়তে