শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া মটরসাইকেলসহ ৩ চোরকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভৈরবগঞ্জ এলাকার শৈলেন্দ্র কান্তি দাশের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে সুজুকি মটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা।
এ ঘটনায় শুক্রবার থানায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. মোবারক হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি টিম সিলেট শহরের মিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে কামিল আহমেদের কাছ থেকে মটরসাইকেল উদ্ধার ও তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ থেকে চুরিতে জড়িত আব্দুস সালাম ও বিকেলে উপজেলার আশীদ্রোন এলাকা থেকে সুমন নামের অপর একজনকে গ্রেফতার করে। ওসি আমিনুল জানান, গ্রেফতার ৩ আসামীকে আজ দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার কোর্টে প্রেরন করা হয়েছে।