বরিশালে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৩ পিএম
বরিশালে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশীপুর বাজার সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী গৃহবধূ তানিয়া আক্তার (২৮) নিহত, তার শাশুড়ি রাহিমা বেগম ও চালক সবুর আলী গুরুত্বর আহত হয়েছেন। নিহত দুই সন্তানের জননী তানিয়া আক্তার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী কবির হোসেন মৃধার স্ত্রী। রোববার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আহতদের বরাত দিয়ে এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, তানিয়া আক্তার তার অসুস্থ্য শাশুড়ি রহিমা বেগমকে ডাক্তার দেখানো জন্য ইজিবাইকযোগে বরিশাল শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে কাশিপুর বাজার এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি বাস তাদের ইজিবাইককে ধাক্কা দিয়ে দ্রুত সটকে পরে। দূর্ঘটনার পর পরই তানিয়া, তার শাশুড়ি ও ইজিবাইক চালককে আহতাবস্থায় স্থানীয়রা শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তানিয়া বেগমকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসটি শনাক্তকরণের জন্য পুলিশ তদন্ত শুরু করেছেন বলেও ওসি উল্লেখ করেন।