প্রিমিয়ার লিগ থেকে সাকিবের নাম প্রত্যাহার

স্পোর্টস প্রতিবেদক | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৭ পিএম
প্রিমিয়ার লিগ থেকে সাকিবের নাম প্রত্যাহার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার জন্য নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। তবে ২৪ ঘণ্টা না যেতেই নিজেই সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই তারকা অলরাউন্ডার।

সাকিবের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ক্লাব কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। তিনি বলেন, “সাকিব আল হাসানকে দলে নেওয়ার জন্য আমরা দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজ তার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তিনি অনুরোধ করেছেন তার দলবদল স্থগিত রাখার জন্য। আমরা তার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে সিসিডিএমকে (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছি।”

সাকিব বর্তমানে দেশের বাইরে থাকায় লিগে খেলার জন্য এখনই ফিরতে পারছেন না বলে জানা গেছে। তবে ভবিষ্যতে সুযোগ হলে তিনি রূপগঞ্জের হয়ে খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ক্লাব কর্মকর্তারা। টিটু আরও বলেন, “যখনই তিনি দেশে আসতে পারবেন, তখন আমরা চেষ্টা করব তার আগের দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে তাকে দলে অন্তর্ভুক্ত করতে।”