দৌলতপুর শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেপ্তার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৭ পিএম
দৌলতপুর শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি, সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ( ৩৬)  কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে ঢাকা থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়।

জানা গেছে, সাঈদ উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মণ্ডলের ছেলে। গত ১১ তারিখ দিবাগত রাত  বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু আহমেদ  (২০) কে  গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তিনি প্রধান আসামি।

এ ছাড়া এলাকায় বালুর ঘাট দখল, অবৈধভাবে বালু উত্তোলন, অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে সাঈদ বাহিনীর বিরুদ্ধে।

বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ,  বলেন, পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান সাঈদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আরও পরে জানানো হবে। জিজ্ঞাসা শেষে আমরা তাকে কারাগারের পাঠাব।  দৌলতপুর থানায় তার বিরুদ্ধে  ৯টি মামলা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে