বাবুগঞ্জে বিআরডিবি নির্বাচনে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৯ পিএম
বাবুগঞ্জে বিআরডিবি নির্বাচনে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত

বাবুগঞ্জে বিআরডিবি'র (ইউসিসিএ লিঃ) নির্বাচনে বিপুল ভোটে কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন স্বপন। সোমবার সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে এ নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।  সমবায় সমিতির সদস্যদের  ৭৬ ভোটের মধ্যে কাস্ট হওয়া ৭১ ভোটের তিনি ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম কামরুজ্জামান (দীপু সিকদার) পান ২৪ ভোট। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীর হাতে তুলে দেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুস সালাম। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি আনন্দ মিছিল করে তার নেতাকর্মী ও সমর্থকরা। এসময় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে