রোগীরা ভোগান্তিতে

চিকিৎসা না দিয়ে আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকরা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৬ পিএম
চিকিৎসা না দিয়ে আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকরা

 সিলেটে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন। স্বাস্থ্য খাতের সংস্কারসহ ‘পাঁচ দফা দাবি আদায়ে’ রবিবার থেকে টানা কর্মবিরতি পালন করছেন তারা। দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।  

চিকিৎসকদের আন্দোলনের ফলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। স্থায়ী চিকিৎসকদের বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে, যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন। সিভিল সার্জন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে রোগীদের সেবায় ফেরার অনুরোধ জানান।  

ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়া সহ পাঁচ দফা দাবি মানা না হলে আগামীকাল (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন।  

এদিকে রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা বন্ধ থাকায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই বিকল্প ব্যবস্থা খুঁজছেন, আবার কেউ কেউ বিনা চিকিৎসায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে