শৈলকুপার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৩ পিএম | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৩ পিএম
শৈলকুপার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী

ঝিনাইদহের শৈলকুপার বাগুটিয়া গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোছাঃ রেহেনুমা তারানুম বিথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এ্যাড, হুমায়ুন বাবর ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম জোয়ার্দার, রাকিবুল হাসান খান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক  সাহবে আলী বিশ্বাস, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বসুদেব কুসার বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলাম,  জেলা বিএনপির ক্রীড়া ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, নিত্যানন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, জরিপ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান বিপুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক আকুলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীগণ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনসার উদ্দিনের পরিচালনায়  আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে