গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সোমবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ডিএমপি কমিশনারের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠকে যোগ দিয়ে বললেন, সাম্প্রতিক পরিস্থিতিতে অনাকাঙ্খিত ঘটনা আমরা ডিএমপির নজরে এনেছি। নগরীর আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে ডিএমপি।
নুরুল হক নুর বলেন, এ পরিস্থিতিতে নির্বাচন হলেই সব রাতারাতি স্বাভাবিক হবে, তা বলা যাবে না। কিছুটা সময় লাগবে। কারণ এই সরকারের জনসমর্থন সবার চেয়ে বেশি। কিন্তু তারা এই সমর্থন ইতিবাচক হিসেবে ব্যবহার করতে পারছে না। স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় ৬ মাস ধরে জনসেবায় বিঘ্ন ঘটছে। তাই এর সমাধান জরুরি।
নুর আরও যোগ করে বলেন, ৫ আগস্টের আগে ডিএমপি ফ্যাসিবাদের সহযোগী থাকায় জনগণের আস্থা হারিয়েছিল। তবে সেটা না ভেবে, পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর উপর জোর দিয়েছি। জামিনে বের হয়ে অনেক চিহ্নিত আসামি রাজত্ব শুরু করতে চাচ্ছে। এই দুর্র্ধষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান করতে হবে।
তিনি বলেন, সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশি-বিদেশি অনেক এজেন্সিও অনাকাঙ্খিত ঘটনা সৃষ্টি করতে চাচ্ছে। গণহত্যায় জড়িত অনেককেই গ্রেফতার করা হয়েছে, তবে অনেকেই এখনও বাইরে আছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এছাড়া বাংলাদেশ উগ্র ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে আছে এটা অনেকেই প্রমাণ করতে চাচ্ছে।