সিলেটে মুজিবের নাম সরিয়ে মহাসড়কের নতুন নামকরণ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম
সিলেটে মুজিবের নাম সরিয়ে মহাসড়কের নতুন নামকরণ

ছাত্র জনতার আন্দোলনের পতিত হওয়া হাসিনা সরকারের আমলে প্রতিষ্ঠিত বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার সিলেটেও একটি সড়কের নাম পরিবর্তন করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সিলেটের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নাম পরিবর্তন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক, যা আগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’ নামে পরিচিত ছিল, সেটির নাম পরিবর্তন করে পূর্বের সাধারণ নামেই বহাল রাখা হয়েছে। অর্থাৎ, এখন থেকে এটি ‘বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক’ নামেই পরিচিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে