বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান দুদু সোমবার বিকেলে রংপুর নগরীর দর্শনা বাছিরন নেছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা শীর্ষক আলোচনা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, নৌবাহিনীর খাটিতে যদি দুষ্কৃতকারীরা আক্রমণ করে সেটি আমাদের দেখতে হয়; এর থেকে পরিতাপের বিষয় বাংলাদেশে দ্বিতীয়টি নেই। মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন বলে দেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা কতটা ভয়াবহ।
শামসুজ্জামান দুদু বলেন, আমরা এই সরকারের এখনও পদত্যাগ দাবি করেনি; কিন্তু পরিস্থিতি উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজে মেনে নেবে না। এজন্য আমাদের বক্তব্য খুব স্পষ্ট, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার এই ভূখণ্ডকে মানুষ বসবাস করার উপযোগী করবে এটা আমরা প্রত্যাশা করি।