সৈয়দপুরে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৮ পিএম
সৈয়দপুরে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় শহিদুল ইসলাম ফিরোজ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৩ ফেব্রয়ারি রাতে  সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী খোদা হাফেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ছিলেন পেশায় প্লাস্টিক ব্যবসায়ী। সে সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকায় শশুর বাড়িতে থাকতেন। তার পৈতৃক নিবাস নওগাঁ জেলার মহাদেবপুর। স্থানীয়রা জানান, তিনি মোটরসাইকেলে করে  সৈয়দপুর শহরের দিকে যাওয়ার সময়। বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।