সিলেটের উন্নয়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা ও বৈষম্যের অভিযোগ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১১ পিএম
সিলেটের উন্নয়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা ও বৈষম্যের অভিযোগ

সিলেটবাসী আগের সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও উন্নয়ন বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কুমারপাড়াস্থ নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ধীরগতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঢাকা-সিলেট মহাসড়কের কাজ আটকে থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "১৭ বছরেও জমি অধিগ্রহণের যাচাই-বাছাই শেষ হয়নি। প্রকল্পগুলো একবার একনেকে, একবার মাঠ পর্যায়ে পাঠানো হয়Ñএতে সময়ক্ষেপণ ছাড়া কিছুই হচ্ছে না।"

তিনি আরও বলেন, "সিলেটের বিমানবন্দর সড়ক কখনো ছয় লেন, কখনো চার লেন বলা হচ্ছে। অথচ বাংলাদেশের অন্য বিমানবন্দর সংযোগ সড়কগুলো ইতোমধ্যে উন্নত করা হয়েছে। সিলেটের প্রকল্পগুলো কেন দীর্ঘসূত্রতার শিকার?" তিনি পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের দাবি জানিয়ে বলেন, "লাক্কাতুড়া থেকে বিমানবন্দর সড়ক চার লেনে উন্নীতকরণ ও সিলেট-সুতারকান্দি সড়ক প্রকল্পের ছাড়পত্র এখনো দেয়া হয়নি, ফলে নির্মাণ ব্যয় দিন দিন বাড়ছে।" সিলেটের পর্যটন উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, "ভোলাগঞ্জ থেকে জাফলং পর্যন্ত একটি পর্যটন সড়ক নির্মাণ করা হলে পর্যটক সংখ্যা ব্যাপকভাবে বাড়তো। কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।" বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, "বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে আবেদন করলেও এখনো কোনো অগ্রগতি নেই।" সিলেট-ঢাকা রুটের বিমানের ভাড়ার বৈষম্য নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "একই দেশে দুই নীতি হতে পারে না। সিলেটের প্রবাসীদের বেশি ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে। এটি দ্রুত সমাধান করা না হলে আমরা দুর্বার আন্দোলনে যাবো।"

সংবাদ সম্মেলনে তিনি আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুতির আহ্বান জানিয়ে বলেন, "সিলেট ভূমিকম্পপ্রবণ ও বন্যাকবলিত এলাকা। বর্ষার আগেই কার্যকর ব্যবস্থা নিতে হবে।" তিনি অবিলম্বে সব স্থগিত প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বহীনতার বিষয়ে কঠোর সমালোচনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে