শিক্ষক সংকট নিরসনে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শিক্ষক নিয়োগের নতুন প্রজ্ঞাপন পেয়ে এ শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম জুনায়েত।
সূত্রমতে, এর আগে কলেজে শিক্ষক সংকটে পাঠ ও চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করে শিক্ষার্থীরা। এরপর গত ১৯ ফেব্রুয়ারি ছয়জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু শিক্ষার্থীরা ওই প্রজ্ঞাপন না মেনে সড়ক অবরোধ, বিক্ষোভ কর্মসূচি ও প্রজ্ঞাপনে অগ্নিসংযোগসহ শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. সরোয়ার বারী আমাদের একটি প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে কথা বলেছেন। তার সাথে আমাদের আলোচনা ফলপ্রসু হয়েছে। তিনি নতুন করে ১০ জন শিক্ষক পদায়ন করা হয়েছে। এছাড়াও সচিব আশ্বাস দিয়েছেন পর্যায়ক্রমে শিক্ষক সংকট দূর করা হবে। তাই কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ৩৩৪টি পদের মধ্যে এখনও ১৬২টি পদ শুন্য রয়েছে।