বরিশাল জেলার আগৈলঝাড়ায় বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে জীবন দক্ষতা নিয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেলপ) আয়োজনে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল ২৪ ফেব্রুয়ারি সোমবার আগৈলঝাড়া উপজেলায় বাগধা ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে জীবন দক্ষতা নিয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেলপ) আয়োজনে এক প্রশিক্ষণ দেয়া হয়েথাকে। আগৈলঝাড়া ব্র্যাক অফিসার সলপ ফাতেমা খাতুন জানায়, ব্র্যাক এর এই কর্মসূচির আগৈলঝাড়া উপজেলায় ১০ টি গ্রামে বাল্যবিয়ের ঝুঁকিতে আছে এমন ২৫ জন করে ২৫০ জন কিশোরীদের নিয়ে স্বপ্নসারথি নামে দল গঠন করে প্রতি মাসে তাদের কে নানা এক্টিভিটিস এর মাধ্যমে আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করে আসছে।
প্রশিক্ষণে অংশনেওয়া কিশোরী সূচনা বাড়ৈ, প্রনতি বাড়ৈ, রত্না বিশ্বাস, চৈতী বাড়ৈ ও সিথি বাড়ৈ, তমা হালদার, সুকন্যা মজুমদার তারা বলেন, ব্র্যাক অফিসের মাধ্যমে আমরা বাল্য বিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারি, কিভাবে আত্মবিশ্বাসের সাথে নিজেকে তৈরি করতে হবে সেটা ও জেনেছি। হাইজিন বিষয় নিয়ে জানতে পেরেছি। জীবনে আমাদের অনেক অজানা কথা জাতেপাই। আমরা নিজেরা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখবো এবং পরিবারের পাশাপাশি সমাজের জন্যও কিছু করতে চাই। আমরা এই সেশনের মাধ্যমে আর্থিকভাবেও সহায়তা পেয়ে থাকি।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, বরিশাল জেলা ব্যবস্থাপক (সেলপ) মো.নাসির উদ্দীন, আগৈলঝাড়া ব্র্যাক অফিসার সলপ ফাতেমা খাতুন, সাংবাদিক এসএম ওমর আলী সানি প্রমূখ।