কুড়িগ্রামের চিলমারীতে মঙ্গলবার জাতীয় শহিদ সেনা দিবস পালিত হয়েছে। তৎকালীন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের তথা কথিত বিডিআর বিদ্রোহের নামে দেশ প্রেমিক ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তাহের, চিলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, সহকারী অধ্যাপক, নাজমুল হুদা পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সাব্বির আহম্মেদ প্রমূখ।