চাঁদপুরে ইজিবাইক থেকে ৪শ’ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩০ হাজার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০০ পিএম
চাঁদপুরে ইজিবাইক থেকে ৪শ’ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩০ হাজার

চাঁদপুরের হাজীগঞ্জের মকিমাবাদে মোঃ শরিফ(৩০) নামের এক যুবকের ইজিবাইক থেকে ৪শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের টিম।

মঙ্গলবার বিকালে (২৫ ফেব্রুয়ারি ২০২৫) এ অভিযানের তথ্য নিশ্চিত করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান।

তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ৬ ক দন্ড ১৫(১) এর ৪ (খ) ধারা লংঘন করায় ১টি মোঃ শরিফের ইজি বাইক থেকে প্রায় ৪শ’ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট রিফাত জাহানসহ পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা।

এ বিষয়ে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শণ, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্য পরিবহন বা ব্যবহার বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে