আসন্ন রমজান ও ঈদ-উল-ফিতর কে ঘিরে চাঁদপুর অঞ্চলের নৌপথকে নিরাপদ রাখতে নৌপুলিশি তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছেন নৌপুলিশ সুপার ছৈয়দ মোশফিকুর রহমান।
২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে চাঁদপুরে নৌপথ নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভায় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌপুলিশ সুপার ছৈয়দ মোশফিকুর রহমান বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে নৌপথে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা রোধে ট্রহল জোরদার করা হবে। প্রতিটি লঞ্চঘাট ও টার্মিনালে নৌ পুলিশের ট্রহল দল মোতায়েন থাকবে। লঞ্চ ও জাহাজে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বড় অংকের নগদ অর্থ বা মূল্যবান জিনিস বহনের ক্ষেত্রে নৌ পুলিশের সহায়তা নিতে হবে।
তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালে প্রবেশের সময় তল্লাশি জোরদার, লঞ্চে ভ্রমণকারী কেবিন যাত্রীদের পূর্ণ তথ্য রেজিস্টারে সংরক্ষণ, যাত্রী টিকিটে নাম-ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য রাখা, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং লঞ্চ ছাড়ার আগে যাত্রীদের স্থিরচিত্র ও ভিডিও ধারণের ব্যবস্থা করা হবে। এছাড়া লঞ্চের স্টাফদের ওপরও নজরদারি বাড়ানো হবে।
সভায় বাংলাদেশ নৌযান মালিক ফেডারেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. শাহ আলম বলেন, নৌ পুলিশের সীমিত লজিস্টিকস সাপোর্ট থাকা সত্ত্বেও তারা প্রতিবারের মতো এবারও নিরাপত্তা প্রদানে অঙ্গীকারবদ্ধ থাকবে এটাই প্রত্যাশা। বালুবাহী বাল্কহেড চলাচলে যাত্রীবাহী লঞ্চ চলাচলের সময় এড়িয়ে রাত ৮টার পর বাল্কহেড চলাচল করতে হবে এবং বৈরি আবহাওয়ায় নিরাপদ স্থানে নোঙরের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সভায় আসন্ন রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে ভোগ্যপণ্য, জ্বালানি ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য পরিবহন নির্বিঘ্ন ও নিরাপদ করতে চাঁদপুর নৌ পুলিশের উদ্যোগে নৌ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা; সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশ নৌযান মালিক ফেডারেশন, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, বাল্কহেড শ্রমিক ফেডারেশন, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ।
সভায় বক্তারা নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান এবং নৌ পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।